Source: BDnews.com
Url: http://www.bdnews24.com/bangla/details.php?id=110419&cid=2&aoth=1
Translated from Bengali publication of BDNEWS.com
Rajbari/Firujpur, September 19 (BDnews.com) - On Friday night, a group of miscreants attacked and set fire of a "Goddess Kali" temple at Howli Kautil Village, Chuto Bakla union of Gualanda unpazilla under Rajbari. In a separate incident, unidentified miscreants ransacked puja mandop destroying Goddess Durga idol at Madyampara village, Nazirpur upazilla under Firujpur.
BDnews24.com Correspondent report:
According to locals, a group of miscreants set fire of the “Goddess Kali” temple of the Howli Kautil village at around 10 PM on Friday night. Fire scorched all idols of the temple.
A team including District Commissioner (DC) Mr. Faej Ahmed, Police Superintendent Mr. Md Ashrafuzaman, Gualanda upazilla chairman Mr. Hasan Imam Choudhury, UNO Mr. Md Nasiruddin, Officer in charge of Gualanda police station and local UP chairman visited the spot on Saturday morning.
Mr. Faej Ahmed instructed police to immediately apprehend the criminals. The district unit of Hindu Buddhuist Christian Unity Council (HBCUC) expressed concern and district secretary of the organization Mr. Ganesh Narayan Choudhury said, “it is imperative for the law enforcement agencies to investigate and bring offenders to justice those who, with ulterior motive, are working to instigate communal disharmony and undermine law and order situation on the eve of Eid and Durga Puja”.
Gualanda upazilla Awami League organizational secretary Mr. Gulam Mustafa Giaspuri expressed concern stating that each time his party comes to power, a special quarter become active to undermine impression of the government and to undermine law and order situation in the country.
Firujpur: The undergoing construction of Durga Idol at the house of Yogesh Mandol of Madyampara village, Samantagati Union, under Nazirpur was almost ending when unidentified miscreants cut the rope that held the Idol letting the idol to collapse at the ground on Friday night.
On hearing the news, assistant superintendent of police (ASP) Mr. Subash Chandra Saha visited the spot. He reported to journalists, someone perhaps with ulterior motive have cut the rope that holds the Durga pratima as a result the idol collapsed on the ground.
In this incident, Yogesh Chandra Mondol filed a FIR at the local police station.
রাজবাড়ী/পিরোজপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে শুক্রবার রাতে একটি কালী মন্দির পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: রাজবাড়ী: এলাকাবাসী জানিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হাউলি কেউটিল গ্রামের শত বছরের পুরনো মন্দিরটিতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রতিমাসহ মন্দির ভবনের আংশিক পুড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে শনিবার সকালেই রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, পুলিশ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিরউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক অপরাধীদের খুঁজে বের করার জন্য গোয়ালন্দ ঘাট থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী সাংবাদিকদের বলেন, "ঈদ ও পূজাকে সামনে রেখে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কারা ঘটনাটি ঘটিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে তদন্ত করে তা বের করতে হবে।" তিনি অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াসপুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই প্রতিক্রিয়াশীল একটি গোষ্ঠী সরকারের ভাবমূর্তি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে তৎপর হয়ে ওঠে। পিরোজপুর: নাজিরপুর ইউনিয়নের সামন্তগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের যোগেশ মণ্ডলের বাড়িতে দুর্গা প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রশি কেটে দিলে প্রতিমাটি মাটিতে লুটিয়ে পড়ে ভেঙে যায়। এই খবর পেয়ে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সার্কেল) সুভাষ চন্দ্র সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। এএসপি সাংবাদিকদের জানান, পেছনের রশিটি কেউ অসৎ উদ্দেশ্যে কেটে দিয়েছে অথবা ছিড়ে গিয়ে প্রতিমাটি ভেঙে যেতে পারে। এ ঘটনায় যোগেশ মণ্ডল নাজিরপুর থানায় একটি মামলা করেছেন বলেও তিনি জানান।
Support HRCBM: Please donate Now
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment